পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

শুভাশিস সিংহ



মীরা-১

কৈশোরের নির্জন দুপুর
চিলেকোঠার নিস্তব্ধতায় দুটি অপরিণত প্রাণ
কখন বুকে মাথা রেখেছি জানতে পারিস নি
লজ্জা চুঁইয়ে পড়ছিল ভয়ের চিবুক গলে

তোর বুকের চড়াই-উতরাই মাঝে
নিঃশ্বাসের উষ্ণ প্রস্রবণ
যা তোকে ঠেলে নিয়ে গেছে অনেক দূরে
সুখের একেবারে শেষ প্রান্তে
এরপর তৃপ্তির স্বেদ বিন্দু
বিকেলের ভুল ভেবে উবে যায় একদিন

সময়ের মাপকাঠিতে 
আমরা যুবক-যুবতী-দুটি পরিণত প্রাণ
কিন্ত হঠাৎ যদি ফিরে আসে
কোন ত্রয়োদশীর রাত কিংবা
নজরদারির পরোয়া বিহীন চিলেকোঠা
নিজের একাকীত্বের মাঝে খুঁজবি না

আমাদের একান্ত কিছু নাবালক দুপুর



মীরা-২
ঘুম পালাচ্ছে
কালিম্পং এর জাপানি ঘরে
একা মীরা
তিক্ততা লক্ষ্মীর ভাঁড় হয়ে গেছে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন