পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

সুপ্রতীম সিংহ রায়




এতদিনে কি কি শিখিয়েছ আমাকে?
অন্ধকার গেস্টরুমের টেবিলে বসে ভাবনারা ঘিরে ধরলেই
তোমার কথা মনে পড়ছে হে দিল-এ-নাদাঁ
মনে পড়ে, গেল বছর নভেম্বরের কথা...



"তোমার শুধু স্মৃতি নিয়েই সুখী থাকা উচিত" ইত্যাদি বলে ক্রমশ একলা হতে শিখিয়েছিলে সেবার
এখন নিয়মিত পুরানো কথা ভেসে এলে...
ভুলে যাই কোনওদিন বলেছিলে কি ভালোবাসি তোমায় চালচুলোহীন?
অথচ ছন্দহীন এক-আধটা কবিতা লিখতে কখনো স্মৃতির চৌকাঠ পেরিয়ে এলে বুঝি..
আমরা কয়েক শতাব্দী শুধু মুখোমুখি বসে আছি নিঃশব্দে

আর অজান্তে আমাদের ক্ষণে ক্ষণে জড়িয়েছে কিছু মলিন সম্পর্কগাছ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন