পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

যুগান্তর মিত্র




সোনা বৌদির কথা ()
শামুকজন্ম খুঁজে নিচ্ছে ব্যথা,
কোলাহলে খোলস ঠিকানা
# # # # #
অহংয়ের ধুলোবালি বিছিয়ে দিচ্ছে
সন্ন্যাস-সন্ন্যাস আলো
সোনা বউদির বিষাদ উঠোনে 
# # # # #
এবার ভালো থাকার কথা ভাবছে
আমার সোনা বউদি,
ভালোবাসার কথাও ! 
# # # # #
ঈশ্বর পরম নিশ্চিন্তে পাশ ফিরে ঘুমায়...

সোনা বউদির কথা ()
মলাটবন্দি অজগর
আর কফিনবন্দি মমি
# # # # #
দুটোই ঘেন্না ঘেন্না লাগে সোনা বউদির,
কেননা, ওরা আচমন জানে না
# # # # #
বউদি জানে,
উত্তুরে হাওয়াতেও উষ্ণতা থাকে
সপাটে জড়ালে
# # # # #
শীত-শীত রাতে
ঈশ্বর-ঈশ্বরী
নিজস্ব নির্মাণ ভাঙে
খানখান...
# # # # # 
চোখ বুজে সোনা বউদি পরম বিস্ময়ে দেখে
এইসব নাতিশীতোষ্ণ আলোর উৎসব

সোনা বউদির কথা ()
একতারা বেজে উঠছে একা,
তার সুর ঠোঁটে নিয়ে
এক্কা-দোক্কা খেলছে একলা চড়াই
# # # # #
সকাল আর দুপুর সেলাই করে
সন্ধ্যায় গুছিয়ে রাখছে সোনা বউদি
# # # # #
আঁশটে গন্ধে ভরে যাচ্ছে উঠোন 
সোনা বউদি নদী আঁকে,
ঢেউ সরায় দুহাতে প্রাণপণে
# # # # #
আহা জীবন, তুমি সোনা বউদিকে
সুধা দাও, পরমাত্মীয়ের মতো ! 

ছবি কৃতজ্ঞতা স্বীকার : যুগান্তর মিত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন