পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

সুশান্ত হালদার



নারীখেকো

 সুশান্ত হাদা


যে প্রেমিক তার প্রিয়তমাকে
সম্মান দিতে জানে না
যে প্রেমিক তার প্রিয়তমাকে
কসাইয়ের দোকানে মাংসের মত ভাগা দেয়
যে প্রেমিক তার প্রিয়তমাকে
যৌন সম্ভোগের জন্য রাতের পর রাত
বস্ত্রহীন দাঁড় করিয়ে রাখে উলঙ্গ করে
যে প্রেমিক তার প্রিয়তমাকে
সন্দেহের মাপ কাঠিতে বিচার করে সকাল বিকাল
সেই প্রেমিকের মুখে আমি থুথু ছিটাই ;
রকম প্রেমিকের গলায় ফাঁসির রজ্জু ঝুলিয়ে
সারা ঢাকার শহর আমি ঘুরাতে চাই
যাতে নারীখেকো এই নষ্ট মানুষটার পুরুষাঙ্গে
সকল প্রেমিকার হয় চটি ধোলাই!

যে প্রেমিক তার প্রিয়তমাকে
হিংসার আগুনে অনবরত করে চিকেন ফ্রাই
যে প্রেমিক তার প্রিয়তমাকে
অর্থের লগ্নি হিসেবে বাজি ধরে জুয়ার টেবিলে
যে প্রেমিক তার প্রিয়তমাকে
নিজের করে পাবে না বলে
রাতের অন্ধকারে এসিডে ঝলসে দেয়
আমার মায়ের আদলে গড়া মুখমণ্ডল ;
সেই সমাজবিরোধী প্রেমিকের বুকে আমি
পারস্য ছোরার ধার পরখ করতে দ্বিধা করিনে!

যে প্রেমিক তার প্রিয়তমাকে
প্রিয়া বলে ডাকেনি কখনো
যে প্রেমিক তার প্রিয়তমাকে
আদর করতে গিয়ে ধারালো দাঁতে করেছে দংশন
যে প্রেমিক তার প্রিয়তমাকে
আলু পটলের মত বিক্রি করতে চেয়েছে হাট বাজারে
যে প্রেমিক তার প্রিয়তমাকে
অবৈধ বীর্যপাতে নষ্ট করতে চেয়েছে যৌন লালসার অভিপ্রায়ে
যে প্রেমিক তার প্রিয়তমাকে
স্বাধীন সত্বার কথা বলে পড়িয়েছে শৃঙ্খল ;
সেই প্রেমিকের অনিবার্য হবে মরণ
সমস্ত প্রেমিকার ধারালো নখের আঘাতে!
তাই সকল প্রেমিকার কাছে করছি নিবেদন
ভালোবাসা তো মন্দিরের প্রসাদ নয়
যে যাকে তাকে করবে বিতরন!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন