পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

কৌশিক চক্রবর্ত্তী

চোখের আদর- এক উপান্তের ব্যক্ততা

কৌশিক চক্রবর্ত্তী



কে নেয় তোর চোখের আদর?

কে বলে তোর ছোখটা নাকি লাল?


আমি যেদিন বার্তা নিয়ে দোল খেলেছি

মন্ত্রমুগ্ধ আবির ছুঁড়ে দাগ দিয়েছি তোর দুচোখে

এ রঙ তো তার শর্তাবলি

শিউলি বনের গন্ধ মাখা রোদ পালকে...


সে নয় পথিক, সম্পর্কের বাধ্যবাধকতার বশ

কিন্তু তুই যে রঙিন

স্বপ্ন ছোঁয়ার শেষ বিকেলে বিশ্বজনীন!

জিজ্ঞাসা করলে না হয় বলে দিতিস

এ রঙ ভোরের লাল কুয়াশা নয়

এ রঙ শুধুই একলা তিতির

সকাল হয়েই ডাকতো সুরে

বিকেল ঘরে একলা জীবন ফেরার সময়...


না হয় বলতিস এক টুকরো মেঘের ছোঁয়া

পূবের তীরে বৈঠা নিয়ে আনতো আলো

লাগিয়ে দিতো সিঁথির ধারে বেপরোয়া...


আজ তো অমাবস্যা

ভরাট চোখে অন্ধকারময় আপস

কোথায় লাল, কোথায় রঙের সম্মতি দান?

তুই তো একাই, চোখের ভিড়েও আগলে নজর...

তবে হঠাৎ ঘুম ভাঙা রাতে

কে নেয় তোর চোখের খবর?

কে বলে তোর চোখটা নাকি লাল?

কে চায় সেই অন্ধকারেই

সর্বনাশী চোখের আদর?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন