পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

ঝুমা চৌধুরী



আসছে জনম তোমার সাথে.............
   

আকাশ,
আমায় একটু বৃষ্টি দেবে?
আমার শুকিয়ে যাওয়া মনটা
আমি ভিজিয়ে নেবো
কি বললে?
শ্রাবন ফিরে চলে গেছে?
আচ্ছা তবে আসছে শ্রাবণ 
প্রথম ফোঁটা আমায় দিও
আকাশ,
একটু খানি নিচে আসো
কতো দিনের সখ আমার
মেঘের গায়ে হাত বোলাবো
কি বললে?
চাঁদ সূর্য তারাদের হিংসে হবে?
বেশ না হয় ওদের দেখেও হেসে দেবো।
আমার চোখে হরেক রঙ খেলা করে
ওদের না হয় নানা রঙে রাঙিয়ে দেবো
আকাশ,
তোমার থেকে একমুঠো নীল আমায় দিও
গভীর রাতে যখন তুমি নিকষ কালো
তখন আমি ওই টুকু নীল তোমায় দেবো।
কি বললে?
সে রঙ কি অন্য  কেউ নিলো চেয়ে? 
সাগর তোমার নীলে হয় নীলচে বুঝি?
বেশ, তবে তুমিই রাখো
আমার আছে লালচে প্রেম মন জড়িয়ে
সূর্য যখন অস্ত যাবে তোমায় দেবো
আকাশ, 
একটা কথা সত্যি বলো
উঁকি মেরে,মেঘ সরিয়ে আমায় দেখো?
বৃষ্টি যখন শরীর জুড়ে আঁকিবুঁকি
হিংসে করো?
কি বললে?
চাঁদের আলো হয়ে তুমি আমার গালে
ভোরের সূর্য হয়ে আমায় জড়িয়ে থাকো?
আকাশ,
আমার মতো তোমারও মন কেমন কেমন?
তোমারও চোখ ভিজে যায় যখনতখন?
আকাশ,
এই জনমে বাঁধনহারা আমার ছায়া যত্নে নিও
এবার আমার মরন হলে
আমায় তুমি
আগামী এক জন্ম দি


তিতাস বন্দ্যোপাধ্যায়

আত্মহনন

ঘড়ির দিকে তাকালে, 
তোমার সামনে কী কী ভাসে,
আমি বলে দিতে পারি।
 
আমি বলে দিতে পারি,কালো বৃত্তের মধ্যে তোমার মা বোন যে সমস্ত দাগ কেটে রেখেছিল তাদেরই তুমি ' বাবা' মনে করো।
    
ভীষণ সন্ধ্যে হয়...
শিয়ালের গলা থেকে খসে যায় শেষ ডাক।
অভিশপ্ত রাত নেমে আসে।
তুমি আত্মহত্যা করো আবার

দীপান্বিতা বসু

  

নির্জন সমুদ্র সৈকতে
                
      দূরাকাশে সন্ধ্যে নামছে সমুদ্রের বুক জুড়ে মন্দির থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি, নানাবিধ উপাচারে শুরু হয়েছে সন্ধ্যারতি;মাথার ওপর বিশাল মহাকাশ যত দূর চোখ যায় শুধু কালো আর কালো সন্ধ্যারতির এক একটা উপাচার শেষে একে একে জ্বলে উঠছে তারারা দেখে মনে হচ্ছে সৃষ্টিকর্তা সযত্নে পৃথিবীর ঘন কেশে পরিয়ে দিয়েছেন লক্ষ কোটি হীরে বসানো ওড়না

     নক্ষত্রখচিত আকাশের তলায় নির্জন সৈকতে বসে দীপ্তি আর আদিত্যআজ থেকে পঁচিশ বছর আগে এরমই কোনো এক দিনে সমুদ্রকে সাক্ষী রেখে আদিত্য দীপ্তির দিকে বাড়িয়ে দিয়েছিলো নিঃশর্ত বন্ধুত্বের হাত;মাঝে কেটেছে অনেকগুলো বছর সময়ের ছন্দে পা মিলিয়ে বেড়েছে দায়িত্ব- কর্তব্যতাই আজ আদিত্যর একান্ত ইচ্ছায় কোনো আড়ম্বর ছাড়াই ওদের পঁচিশ বছরের বিবাহ বার্ষিকী পালন করতে ওরা চলে এসেছে এই নির্জন সমুদ্র সৈকতে যেখান থেকে শুরু হয়েছিল ওদের "নতুন পথ চলা"