পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

দীপান্বিতা বসু

  

নির্জন সমুদ্র সৈকতে
                
      দূরাকাশে সন্ধ্যে নামছে সমুদ্রের বুক জুড়ে মন্দির থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি, নানাবিধ উপাচারে শুরু হয়েছে সন্ধ্যারতি;মাথার ওপর বিশাল মহাকাশ যত দূর চোখ যায় শুধু কালো আর কালো সন্ধ্যারতির এক একটা উপাচার শেষে একে একে জ্বলে উঠছে তারারা দেখে মনে হচ্ছে সৃষ্টিকর্তা সযত্নে পৃথিবীর ঘন কেশে পরিয়ে দিয়েছেন লক্ষ কোটি হীরে বসানো ওড়না

     নক্ষত্রখচিত আকাশের তলায় নির্জন সৈকতে বসে দীপ্তি আর আদিত্যআজ থেকে পঁচিশ বছর আগে এরমই কোনো এক দিনে সমুদ্রকে সাক্ষী রেখে আদিত্য দীপ্তির দিকে বাড়িয়ে দিয়েছিলো নিঃশর্ত বন্ধুত্বের হাত;মাঝে কেটেছে অনেকগুলো বছর সময়ের ছন্দে পা মিলিয়ে বেড়েছে দায়িত্ব- কর্তব্যতাই আজ আদিত্যর একান্ত ইচ্ছায় কোনো আড়ম্বর ছাড়াই ওদের পঁচিশ বছরের বিবাহ বার্ষিকী পালন করতে ওরা চলে এসেছে এই নির্জন সমুদ্র সৈকতে যেখান থেকে শুরু হয়েছিল ওদের "নতুন পথ চলা"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন