পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

নীপবীথি ভৌমিক

মরুভূমি


মরুভূমি


নীপবীথি ভৌমিক
অখণ্ড পাথর স্পর্শে রেখে এ শরীর বেঁধেছিলাম
হৃদয় জুড়ে তাই অনলদগ্ধ মন্ত্র, তাপদগ্ধ উচ্ছ্বাস
হিংস্রতার পাশাখেলা ।

কখনো কি দেখেছো তুমি আমার ভিতর
 বাদল বেলার সেই ভালোবাসার গান !
 কিংবা স্নিগ্ধ জুঁই ফোঁটা রাতের সরল মেয়ে বেলার শ্লোক ?

দ্যাখোনি,কিভাবেই বা দেখবে কেউ তাকে,
শান্ত পাহাড়ের বাঁক পথ যেমন করে ধীরে ধীরে বিপদসঙ্কুল সীমানা
হয়ে ওঠার হাতছানি খোঁজে নিজে নিজেই
আমিতো তেমনই এক পাথরখণ্ড !
এবার গাছ লাগাবো ভাবছি,এ আঙুলের স্পর্শ রেখায়
   কিছু লতা, কিছু বৃক্ষ আর অযুত সবুজ দূর্বাদেশ !
প্রাণ আসুক , জল আসুক
    নামুক আবার অনিঃশেষ বসন্ত উৎসব
ছবি : গুগুল

অখণ্ড পাথর স্পর্শে রেখে এ শরীর বেঁধেছিলাম
হৃদয় জুড়ে তাই অনলদগ্ধ মন্ত্র, তাপদগ্ধ উচ্ছ্বাস
হিংস্রতার পাশাখেলা ।

কখনো কি দেখেছো তুমি আমার ভিতর
 বাদল বেলার সেই ভালোবাসার গান !
 কিংবা স্নিগ্ধ জুঁই ফোঁটা রাতের সরল মেয়ে বেলার শ্লোক ?

দ্যাখোনি,কিভাবেই বা দেখবে কেউ তাকে,
শান্ত পাহাড়ের বাঁক পথ যেমন করে ধীরে ধীরে বিপদসঙ্কুল সীমানা
হয়ে ওঠার হাতছানি খোঁজে নিজে নিজেই
আমিতো তেমনই এক পাথরখণ্ড !
এবার গাছ লাগাবো ভাবছি,এ আঙুলের স্পর্শ রেখায়
   কিছু লতা, কিছু বৃক্ষ আর অযুত সবুজ দূর্বাদেশ !
প্রাণ আসুক , জল আসুক
    নামুক আবার অনিঃশেষ বসন্ত উৎসব




ছবি : গুগুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন