পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

প্রণবেশ সরকার


স্নাতক অন্ধকারে 

রাত্রি খুব ঘন হয়ে এলে 
ঘনীভবনের হিমাঙ্কে দাঁড়িয়ে 
বাদুড়ের মতো শীৎকার ছুঁড়লাম / 
কুড়ি হাজারের অতিরিক্ত কম্পনাঙ্কের শব্দটা / 
খনি গর্ভের শান্তি বজায় রেখে 
হিমশৈলের জমাট অন্ধকারকে 
বিদ্যুতের নীল ছুরি দিয়ে দু ফাঁক করে দিল / 
মহাজাগতিক অন্ধকারে দধীচির মতো / 
পালকহীন হা কী উন্মূলিত উড্ডয়ন / 
অন্ধকার জমে জমে মেরুদন্ডের মেরুজ্যোতি / 
নীল বৃষ্টিতে ভিজিয়ে নিচ্ছি যাবতীয় উর্বরতা / 
উজ্জ্বল কান্না মুক্তোর বৃষ্টি হয়ে ঝরে / 
ঝিনুকের শরীরের ঊষর অন্ধকারে / 
রাত্রি খুব ঘন হয়ে এলে ------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন