পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

অনুপম দাশশর্মা



খুঁজি তোকে  

খুঁজি তোকে উঠে আসে লোনা সমুদ্রজল
যত্নে রাখা মূহুর্তগুলো,যেন তুই অবিকল
.
তুই কাঁদলে অক্লেশে বাদল এসে পড়ে
প্রবল কম্পনে আমার অতৃপ্ত ঠোঁট
নেমে আসে তোর নাভির অভিসারে
.
খুঁজি তোকে ধুসর হয় বাহির চরাচর
আমার বৃষ্টিদানা ভেজায় তোর গুপ্ত গহ্বর

বিফল বৃষ্টি...
.
পাড়ায় বৃষ্টি নামলে আমার
পায়ের কাছে জমা হয়
স্মৃতির নুড়ি
.
সেই কবে রোদ্দুর ঘাঁটার দিনে
যখন উচ্ছ্বল বিনুনীর গিঁট থেকে
শুষে নিয়েছিলাম অবাধ্য
শরীরের দৌরাত্ব
একে একে খসে পড়েছিল তখন
সম্ভ্রমের পাপড়িগুলো
.
সে বৃষ্টি হতে চেয়েছিল অকপটে
দিইনি সম্মতি
এখন অভাবী সংসারে সে
প্রবল সাইক্লোনেও টিকে আছে
এক তাল মাংসপিন্ড হয়ে
আর কর্মহীনতার অভিশাপ নিয়ে
আমি তাকে নিয়ে উপন্যাস লিখছি


বিচ্ছেদের মিনার..
.
ফিরে চলে আসতেই পারি
সেই যেখানে কুঁড়ি ফোটার
আহ্লাদে হাতে পেয়েছিলাম
ধানসিঁড়ির চাঁদ
উড়ন্ত যানে মুঠোয় এসেছিল
আবদ্ধ থাকার অঙ্গীকার
.
ফিরে চলে আসতেই পারি
যেখানে আপাদমস্তক সাক্ষী ছিল
উত্তাল ভাব-লয়ের উল্লাস
.
আজন্মস্পর্শের সেই অতি দীনতম
সমর্পনের পর আর বাজেনি
বসন্ত শৃঙ্গার
.
ফিরে চলে আসতেই হয়..
যখন বাসি চাদরে চোখের জল
এঁকে রাখে বিচ্ছেদের মিনার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন