পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

রাহুল গাঙ্গুলী


রেইনমেশিন

 
- ব্রেইল্

বেশ কিছুটা ভিগাস্ বারিশযতক্ষন ভিজছি 
আমাদেরও শরীরে উঠছে আগাম অসুখ
চক্ মেলানো বারান্দাকিছুটা - ঠিক ম্যাজেন্টা রং
ধুয়ে যাক আবেশিত - শুকনো নদীর চরায় 
কাগজ শাসিত বহুরেখার নৌকা অবশেষ
ঘোর লেগেছেছুটে চলেছে আমার কালো ঘোড়া...
তোমার বর্ষা-যন্তরকে আড়াআড়ি চিরে।।
 
- পাংচুয়েশন
--------------------------------------------------------------
প্রশমন ভালবাসি - আমরা সকলেই
কুহক মেজাজ - জানলা ঝরলে (প্রশ্ন)
কোথায় কত দুরের সামুদ্রিক ভিস্কোসিটি
গাঢ় ঘনত্বে - আমরাই শুধু জলজ হলাম
মাছমাছরাঙাহাঙরডলফিনতিমি
ডুবোপাহাড়ে আশ্রয় নিলে - ডুবুরীর পেট খিদে
বর্ষাবরণে আপাতত কারুর দায়ভার নেই।।
 
- মেটালিক বর্ষাতন্তু
------------------------------------------------------------------
হ্যালো শব্দে মোবাইল - ১টা বেহুঁশ মাতালের সমান
একারণে তোমাকেও ইলোপস্রেফ কারনেই।।
কমলা রঙের চামড়ায় - দুজনেরই যৌগিক গ্রহণ....
মেটাফিজিকাল অ্যাসিডপুড়ে যায় নিষিদ্ধ ত্বক
পৃথিবীর বুকে পুঁতে রাখি - গোপন কবরের মৌতাত
ইয়ে মউত্ মুঝে কব মিলেগা জা-নশীন?আখির 
ম্যায় ভি গুস্তাখ তরাজু পে এক তনহা ইনসান
কোথায় একটা গৈরিক সঙ্গম দেখেছিলাম
অসমাপ্ত লোকাল ট্রেনের ইস্তেহার - স্মৃতিভ্রষ্ট করে
 
- মিটারিক মেলানকলিয়া
---------------------------------------------------------------
মুঠোবন্ধ হাতে দারুচিনি টেলিগ্রাম
নাফিসা - তোমাকে না........
কবিতায় জলপরী আসে না - আশনাই গাছ
ফুল ঝরেপাতা ঝরেরাহুল ঝরে
নাফিসা তুমি গাঢ় সানাইয়ের ছদ্মবেশ
বিগলতি আসমান কুছ ঝরোখে মে.....
বাদলো কো কভি ছুয়া নেহি যাতা
আজান ডাকে - রাতবিরেতের মোহ।।
 
- হলুদ ফুলটা তোমায়
----------------------------------------------------------------
আরেকবার ডুবে যাই চলো
অবুঝ মিল্কিওয়ের রাস্তায় - প্লাজমিড পাহাড়
ঝর্ণা আছেইথার আছেকবিতা কলম
না থাকলেও বা কি আসে বলো?
রাতের চুড়িগুলো তুমি ভাঙ্গবেঝিনুকের বদলে
জমিয়ে রাখবো জিভ-নুনের আকরিক
ঘনিষ্ঠতা বড়ে অপ্রিয় অনুযোগ........
গভীর বৃত্তে কলম্বাসের খুনী বাষ্প বাড়াই
তুমি নিথর শরীরটাকে ভোর ভেবে ফেলো।।
 
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন