চোখের ভাষায়
আলসেমি কোলাজে একঘেঁয়ে হয়ে ওঠে,
আমার কল্পলোক...
মেঘের বুকে দৃষ্টি ছুঁড়ে,সোনালী শব্দ,
কিছু লেখা হোক।
একলা হাওয়ার এপিটাফে,
বিকেল জুড়ে প্রেম মিসিং...
চোখের ভাঁজে স্বপ্ন সাজাতে ,
ব্যাস্ত আছি ইদানিং।
করিডোর ছুঁয়ে তোর চোখের ভাষা,
প্রেম পাঠায় অবিরত...
মনসিঁড়ি বেয়ে উঠে আসে,
প্রথম দেখার প্রশ্ন যতো।
প্রথম দেখার সেই দৃষ্টি খুঁড়ে,
অবিরত ভালোবাসার খোঁজ...
শিহরণ জাগা চোখের জল মেখে,
মন্দ হতে চাই রোজ রোজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন