পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৪ জুন, ২০১৭

শম্পা মাহাতো


চশমা
------------- 
আপাতত চশমা শিখছি
কাগজ কলমে
মসৃণ কাপড়, এই পাহারাদার,
বড় দরকারি ছিল।
আলোহীন পারাপারগুলো, 
হোঁচটের ফাঁদ পাতা
কচুকাটা করে ছড়িয়ে রেখেছে স্বপ্ন...
আমি জোড়াতালি শিখিনি, 
প্রবোধ চাইনি সকাল বিকাল। 
ছায়া
-----------
একটা ছায়া দরকার,
যেহেতু তুই আমার মত নয়
আমিও কি তোর মত? ততটা!
সেই যে গাছটা পুঁতেছিলাম 
আমাদের কমন উঠোনে,
সেটা দোকান হয়েছে আজ
খুব জমেছে বিকিকিনি, 
সন্ধ্যার পরও সানগ্লাস চোখে 
ঘুরছে ক্রেতা, সমান্তরাল। 
দৃষ্টি
-------------
ভীষণ সস্তায় পাওয়া যাচ্ছে, 
পাইকারি, মাল। 
আমি অব্ধি এসে
ভুলে গেছি খোলা চোখ,
চোখের বৃষ্টি, চোখের আরাম, 
চোখের ইশারা, চোখের ঝাপসা ভাব, 
চো খে ভা লো বা সা। 
চশমার ইন্সিওরেন্স হবে এবার 
তারপর শুধু আমি আর আমার দৃষ্টি......


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন