পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

অরুণিমা চৌধুরী


তৈত্তিরীয়


কেঁদোনা ঐন্দ্রিলা! প্রশ্ন করো
 তোমারই শ্রাদ্ধবাসরে ঋষিকল্প যে জ্ঞানী
 প্রশ্ন করো জল কী
প্রশ্ন করো স্বর্গ মর্ত্য পাতাল   কোথায় অধিকার!
কে বিজেতা স্বামী!  
নিরাকার ব্রহ্মে কে দিয়েছে আকার

কেন পরাজয় স্থির জেনে,দম্ভপ্রেমিক 
ফিরিয়েছে মুখ

কাঁদবেনা ঐন্দ্রিলা, যদি জেতো
 সে তোমার জয়
যদি ঋষিকণ্ঠ গর্জে ওঠে "স্তব্ধ হও".. 
নিরুচ্চার থেকোনা 

ঐন্দ্রিলা, শক্তিময়ী!
দাঁতে দাঁত চেপে দুহাতে ধরে নাও

স্বাদে লোণা জল    ধ্বংসবীজ রোপণ করো

স্খলিত রেত: যদি জন্ম দেয় বিধাতাপুরুষ 
তবে খুলে দাও চুল     খোলো,খুলে ফেলো
মোহ আবরণ! পদ্মিনী রমণী তুমি 
অজস্র সর্প  ছত্র মাথায়  ধরে 

 ব্রহ্ম যদি নিরাকার তবে  খুলে
 দাও মেধা মনন     ধ্বংস করো একছত্র আধিপত্য অধিকার

বেদ কার? তোমার,  তোমার!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন