ক্যাম্পফায়ার
চলো এবার
হারিয়ে ফেলি চাবি
অনন্ত বনের মধ্যে ক্যাম্প ফায়ার
চাঁদ চুঁইয়ে নামছে শিৎকারের সুতোয়
চালে চালে গাছেদের বেহাগ রগড়
বুকের বোঁটা থেকে চাঁদ ছোঁয় নাভীর আদর
ততক্ষণে দাউ দাউ
ততক্ষণে রাতের দরজা জানলা ভাঙচুর
এবার ফিরে যাও বাউল বসন
চাবির হারানো থোলোতে যেন রতি বাজে
লাঙলের নিটোলে বীজ তুলে দাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন