পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

মনোজ দে


শ্রাবণ
...


ভিজে যাওয়া নিয়ে বসে রয়েছে বিকেল

সিঁথি চলে যায় গ্রামের ভেতর
রোদ আসে। স্নান ভেঙে
বৃষ্টির আবদার। গোপন সংকেত
বুনো ছায়া নামে        বিপরীতে

পোশাকে পোশাকে তুমি বিবাহিত হয়ে যাও
বৈশাখ
...
বাড়িতে পিওন এলে বড্ড ভয় হয়

যত না সংকোচ, তার অধিক ঘৃণায়
                                
উন্মোচন করি

বিপন্ন গ্রীটিংসকার্ড নিখুঁত হয়েছ

মুখস্থ অক্ষর। সেতুহীন ভালবাসা
সাবধানতা বশতঃ তোমায় হলুদ করেছে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন