পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

কাজল সেন




ঝুরোকবিতা

(১১৩)

নরুণের বদলে নাক আমি তোমাকে দিলাম
শনশন শব্দে ফেটে যাচ্ছে হাওয়া
কিছুটা হুড়দাঙ্গা বাকিটা জ্যামিতিক কাটাছেঁড়া
পেছন ফিরে অতসী গুল্মলতা
সমানেই খোঁড়া হচ্ছে বাড়ি
ধোওয়া হচ্ছে জল
চোখের বদলে আয়না আমি তোমাকে দিলাম

(১১৪)

প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ড বাতিল করা হলো
মুস্কানের মুখশ্রীর কথা ভেবে স্থগিত রাখা হলো তীর্থযাত্রা
অনেক কেচ্ছা হলো দাদাভাই অনেক অনেক কেচ্ছা
পেছনের ঘরে রাখা হলো সাদাকালো হাতের ছাপ
এখন যদি ডবলডেকার বাস আসে
পান্ডুলিপির পাতা থেকে উঠে আসে কৃষ্ণবর্ণ কাক
দ্বিতীয় রাউন্ডের কথা তখন তাহলে ভাবা যেতে পারে

(১১৫)

খুলে রাখা কানের সঙ্গ দিচ্ছে হড়কানো নাক
বদল আয়নায় ঝুলে পড়া চোখ
কতটা আসর তার কতটা অবসর
মালো পাড়ায় বাদ্যি বাজছে গদাম গদাম গুম
প্রজননের বিড়াল এখন কোথায় খুঁজি তোমার সাকিন

সুরা ঝরে পড়ছে আস্তে ধীরে গভীরে গভীরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন