চরিত্রহীনতার উপসর্গ
আলোবারান্দায় বসে দেখি বিগত রাতপাখিরা স্নান সেরেছে, এইমাত্র। তোমার গায়ে পুদিনা পাতার গন্ধ গলায় ঘাড়ে দামী পাউডারের পাউচ হালকা বোলানো। ভাবতে ভাবতে ছুটি কেটে যাচ্ছে। চরিত্রহীনতার তকমা নিয়ে আঁকড়ে ধরছি গীতবিতান। প্রতিটি চুম্বন খতিয়ে দেখছে পাপ-পুণ্য। জীবিত শবেদের শাস্ত্রপাঠ থেকে উদ্ধার করে আনছে জোছনাপ্রবণ ক্ষুধার কথা।
ক্রমশ দাহ্য হচ্ছে কাল, দুর্বোধ্য চিত্র আর আমার গিনিপিগ জন্ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন