ওন দ্যাট ওয়ে
জ্যোতির্ময়
রায়
আরো কিছু মোমবাতি সাজাও ,আরো
কিছু সমাধি
জ্বলুক ফের তোমার আমার গল্পকবিতায় সতীদাহ ।
কলঙ্কিত চাঁদ যেন তবুও পূর্ণিমায় হাসে ,"ধর্ষিতা" উপাধি
হোক সমাজের ,মাথা উঁচু বাঁচুক
"তিন বছরের শিশুটিও" যেন ।।
মিছিলে তুমিও হাটবে ,হবে রাস্তা অবরোধ আবার
সংবাদ শিরোনামে উঠবে ফের নাম ।
সমাজও ছাড়বে না তাকে ,গুজবে ও প্রশ্নে মানষিক ধর্ষণ বারবার ,
পায় কি ফিরে সে হারানো সম্মান ?
এর থেকে আরো কিছু মোমবাতি জ্বালাও ফের
ভেঙে ফেল খাঁচা ,ধর্ষিত হোক উল্টো ,এভাবেই হোক সাজা ।
হাইড্রোফোবিসিটি
আরো একটু কাছে চেয়েছিলাম
চুমুতে চুমুতে ...সমুদ্র হচ্ছিল লোমকূপ ।
শরীর তখন সংযত ,গদ্যময় রাত্রির ঘুমহীন চোখে
এক্স ভিডিও ডট কম যেন রূপসী চাঁদ আর উর্বশীর
শরীর ছুঁয়ে দু একটা বৃষ্টি কণা কচু পাতায় বিশ্বামিত্র তখন
ধ্যানস্থ হয়ে ...পর্ন আঁকে । আর তুমি আমি তখন
পাপের প্রায়শ্চিত্ত করতে শিব লিঙ্গে দুধ
ঢালতে থাকি ।
রাস্তার ওই শিশু দুটি তখন ঝলসানো রুটি ভেবে
চাঁদের দিকে হাঁ করে থাকে ..... ।।
কোনো না কোনো দিন
কিছুটা ইথার ছড়িয়ে দাও ফের ......
কিছুটা ভেনিশিং কালারের মুখসি আবেদন ।
তোমায় আরো ছুঁয়ে দিতে আমি টিএনটি বানাই
যৌনতা তখন পারদীয় প্যারামিটার ... উষ্ণতা ,উষ্ণ
চুমুর
পার্থক্য মাপে এক্স এক্সিজে থাকা সচ্ছ মন ।
পারলে নীলচে খামে ধারাপাতের হিসাব
মেখে
একবার নদীর ওপারের অজানা কাউকে বলে দেখো
"কষ্ট পাও কেন অযথা হারানোর ভয়ে ?"
আমার শরীর বেয়ে তোমার প্রেমিকি নখের ক্ষত চিহ্ন
॥
মুখোশ সরাতেই হয়তো কোনো না কোনো দিন
ঠিক তোমারও চোখে পড়বে চাঁদের কলঙ্ক... ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন