|
আমার
ঘর
বাতাস ভাঙতে ভাঙতে পথ
মাপছি
বাতাসের ছেঁকা খেয়ে শীরটা নিমিষেই স্বপ্ন সাজাচ্ছে
উলঙ্গ মাঠ পড়ে আছে
ক্ষেতজুড়ে
সভ্যতার ভিড়ে চিন্তারা খুব মিলে যায় পাখিদের আযানে
দৃশ্যের চোখে ভাসছে
আমগাছ
গাছ দেখে আলগে পড়ছে দৌড় খানিকটা ছায়ার কলপ ধরা যাক
মাথায় উত্তপ্ত সূর্য ,
বাতাসে কল
শরীর থেকে ঘাম এনে দিচ্ছে ঘাম গুলো সুগন্ধের মতো হাসছে
এই তো কালো ধোঁয়ার দাঁত
তারপর লালদিঘি লালদিঘির উপর আমার ঘর |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন