পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

সম্পাদকীয়


বহুদিন পর আয়নার সামনে দাঁড়াতেই উড়ে গেল ঝরা পাতা I এখনও মনে হয় 
এইতো সেদিন বইয়ের ব্যাগ ফেলে এক ছুট্টে মাঠে যাওয়া ৷ কখনও ঝালমুড়ি কিংবা ফুচকা , আইসক্রিমের ঘণ্টা অপেক্ষায় ৷ 


হারিয়ে গেছে মেঘলা বিকেল ! হাতে হাত রাখা I এক নিঃশ্বাসে দুটো অস্তিত্ব অনুভব করা ৷ সন্ধ্যে নামলে তারারা বিবাগী হয় , ,ছোট ছোট বৃষ্টির ফোঁটা কান দিয়ে নামে ৷ সাইকেল জমা থাকে ইষ্টিশানে ৷

জানো নীল "পুতুলের ঘরটা মা আজ তছনছ করে দিয়েছে ৷ " 

"ভেবো না... আমাদের ঘর ভাঙবে ..."

সময় বয়ে যায় ক্যালেন্ডারের ভিতর এক কিংবা শূন্যে ৷ সেই কথা গুলোকে আজ পাকাচুল , চোখের কোণে একরাশ কালির মধ্যে খুঁজে পেলাম ৷ 


বড় ক্লান্ত লাগে নীল আজকাল ৷ এক আকাশে রোজ মেঘের আনাগোনা কিন্তু নীলের দেখা নেই ৷ কপালের সন্ন্যাসের নীচে দিঘি জল ৷ তালগাছের পাশে সুপারী ...

ওই দিঘির পাড়ে একটুও নীল আছে ! আমার পুতুলের ঘর ... এখনও সাইকেল ইষ্টিশানে আছে ৷

এই তো সেদিন " সৃজন " প্রকাশ হলো দেখতে দেখতে ৭ মাস অতিক্রান্ত ৷ ভালো মন্দ মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া ৷ "সৃজন " ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সর্বত্র । কিছু গবেষণাধর্মী লেখা প্রকাশ হয়েছে ইতিমধ্যে পরবর্তীতে আর কিছু অপেক্ষায় ৷ চারিদিকে উন্মুক্ত সাহিত্যের প্রাঙ্গণে " সৃজন" আজ উজ্জ্বল নক্ষত্র ৷ তার পুরো কৃতিত্ব " সৃজন" লেখক ও কবিবৃন্দের ৷ শেষে বলি " আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে " সুহৃদ পাঠক আরো স্পর্শ চাই আপনাদের ৷ ভালোবাসায় থাকুন ৷ সৃজনে থাকুন |

সম্পাদিকা 

পারমিতা চক্রবর্ত্তী 

"সৃজন"


চিত্র কৃতজ্ঞতা স্বীকার : অন্তর্জাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন