পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

আর্পিতা দাশ


       একলা আমি

তোমর জন্য বসেছিলাম
ক্লান্ত হয়ে গাছের নীচে
ঝিকিমিকি সোনালি রোদ
উঁকি দিচ্ছিল মাঝে মাঝে
দিগন্ত জুড়ে সবুজ মাঠ
সঙ্গ দিচ্ছিল আমার
বাতাসের দমকা হাওয়া
হঠাৎ কোথায় হারিয়ে যাওয়া
জানিনা কী ভাবে
এক অদ্ভুদ নেশা
তোমার কথা তোমার হাসা
তোমার নিষ্টুর ভালোবাসা
ভাবনা গুলো যেনো
ক্ষনে ক্ষনে জেগে উঠছিল মনে
তোমার অপেক্ষায় আছি আমি
নেই বুঝি তা তোমার মনে
স্নিগ্ধ শীতল পরিবেশটা
হঠাৎ কোথায় হারিয়ে গেল
দমকা হাওয়া ঝড় উঠে
সব যেন বিষিয়ে দিল
ভাবনা যত সব ছিল মনে
কোথায় যেন গুলিয়ে গেল
বাস্তবটা সামনে এলে
চোখে আসে জল
আজ তো তুমি আমার নও
হয়েগেছো যে পর 

                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন