পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

সৌরভ নীল


শরতের সকাল

কার্নিস বেয়ে নেমে আসা বিষন্ন জল
যখন ছাপিয়ে যায় নিশীথে ঝিঁঝিঁর কোলাহল,
ঘুম ঘুম চোখ জুড়ে স্বপ্নেরা শুধু
খুঁজে ফেরে দিশাহীন তারাদের দল।
তাই রাত কাটে ঘুম কেড়ে নেওয়ার
কথা ছিল সহস্র বলে যাওয়ার,
না বলা কথারা যখন জমতে থাকে শিশির ফোঁটায়
আর ভিজতে থাকে অতীতের ধূসর ক্ষণকাল,
আমি দিয়ে যাব শরতের রোদ্দুরে
একমুঠো নতুন কাশফুলের সকাল।

প্রচ্ছদ শিল্পী : সুদীপা কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন