পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

দীপ রায়

এক পংক্তি স্নায়ুতাপ


(৯৮)
নীরব তোমার ঠোঁটের কোণে ভেঙে পড়ে চেনা রোদ্দুর

(৯৯)
ফটোফ্রেমের ঝুলে কত ভুলে যাওয়া ঢাকা থাকে

(১০০)
সিলআঁটা জ্যামশিশি আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেয়

(১০১)
এটিএম পাহারাদারদের খুচরো বেদনা পুষতে নেই

(১০২)
দুইয়ে দুইয়ে সাড়ে চার হয় জানে উদারমনা

(১০৩)
নিমগাছের ডালে বেদনা ঝুলে থাকে

(১০৪)
ছেড়ে রাখো প্রাণপাত, এই বালুঝড়ের নাম সুযোগ

(১০৫)
রজনীগন্ধার কোনো আহ্লাদ থাকতে নেই




ছবি কৃতজ্ঞতা স্বীকার: Cesar Legaspi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন