পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

সুকল্প দত্ত

প্রিয় ট্রমা
-------------
কী করে বললাম তাকে,
তোমার মতো মুখ আমি
দেখেছি খাজুরাহোর দেওয়ালে।

আমার খানিক লজ্জা করল নাকি
সে শুধু আর একটা লজ্জা গুনে গুনে
ফেরত দিল ঝাড়লন্ঠনের মতো হেসে।

চোখের কোলে তার নিকষ আঁধার,
ঝিঁঝি পোকা ডাকছে বনবাদাড়।

এখন শুধু হিমেল হাওয়া উপেক্ষা,
তোমার জন্য ঘরে ফেরার অপেক্ষায়।
                                      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন