সাইকেল
কখনও কী যেতে পারি গাছের ভিতর!
শৃণ্যে পারাপার
টাল খেতে খেতে সূয' জলে পড়ে যায়|
ওপরে চাকার মতো কালো ধুলো দাগ
সাইকেল গড়িয়ে যায় আমাকে চাপিয়ে
ছায়া
ছায়াকে জড়িয়ে ধরে মাথা রেখে বালিশে ঘুমিয়ে আছো
তুমি
গাছটি লসির জলে হেলে দুলে ভেঙেচুরে থিতিয়ে পড়েছে
মানুষের গুহালিপি কতদিন মানুষই লুকিয়ে রেখেছিল
জল খুঁড়ে তুলেছো কী
ভিজেছে গায়ের হাড়.
.
.
হয়েছে বাসনা ছারখার!
গাছ
কামদুনি:মৌসূমি কয়াল ও টুম্পা কয়াল/সুপ্রকাশ মুখোপাধ্যায়
কাটা গাছ,ডালে শুকনো পাতা
রক্ত ঝরে পড়ে ভাঙা ভাঙা মেঘ তার
সকালের চাঁদ পড়ে ধানের খামারে
বীজ থেকে বীজে ছুটে যাচ্ছে
একটি রাত|
কখনও কী যেতে পারি গাছের ভিতর!
শৃণ্যে পারাপার
টাল খেতে খেতে সূয' জলে পড়ে যায়|
ওপরে চাকার মতো কালো ধুলো দাগ
সাইকেল গড়িয়ে যায় আমাকে চাপিয়ে
ছায়া
ছায়াকে জড়িয়ে ধরে মাথা রেখে বালিশে ঘুমিয়ে আছো
তুমি
গাছটি লসির জলে হেলে দুলে ভেঙেচুরে থিতিয়ে পড়েছে
মানুষের গুহালিপি কতদিন মানুষই লুকিয়ে রেখেছিল
জল খুঁড়ে তুলেছো কী
ভিজেছে গায়ের হাড়.
.
.
হয়েছে বাসনা ছারখার!
গাছ
কামদুনি:মৌসূমি কয়াল ও টুম্পা কয়াল/সুপ্রকাশ মুখোপাধ্যায়
কাটা গাছ,ডালে শুকনো পাতা
রক্ত ঝরে পড়ে ভাঙা ভাঙা মেঘ তার
সকালের চাঁদ পড়ে ধানের খামারে
বীজ থেকে বীজে ছুটে যাচ্ছে
একটি রাত|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন