পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

রিয়া চক্রবর্তী


জলরঙ স্বপ্ন

এক স্বপ্ন থেকে আর এক স্বপ্নের দূরত্ব
হয়তো কয়েক আলোকবর্ষ! 
আচ্ছা সে কি ভাসমান, না কি নির্বাসিত!
অথবা দুই স্বপ্নের মাঝে এসে দাঁড়ায় 
এক সাংঘাতিক ভুল যা কিনা
শূন্যতার মুখোমুখি হবার জন্য
দৃঢ় প্রতিজ্ঞ ।
স্বপ্নের সারথি ছিল জলরঙ, তেলরঙ, 
গাছ, পাখি, নদী, ফুল, নৌকো, 
এরা সবাই তো ছিল প্রতিবেশী। 
কোন এক ঝড়ের রাতে কে যেন
তছনছ করে দিয়ে গেছে, 
ভ্যান গঘের সোনালি ধানক্ষেত।
সেই স্বপ্ন ছিল ক্ষনজীবি
তাঁর মৃত্যুতে কেঁপে উঠেছিল
মেরুদণ্ড, স্নায়ু,মজ্জা ও মাংস
হারিয়ে যাচ্ছিলো তারা
কার্বনডাই অক্সাইডের অন্ধকারে।
আজ স্মৃতি সাম্রাজ্যের পাহারাদার
জেগে থাকি হোয়াং হো-র বুক চিরে। 
কোন রাতচরা পাখি ভুল বশত এসে পরে,
অবিরাম স্পষ্ট উচ্চারণে স্বপ্ন জেগে ওঠে
আর যত পুরনো রক্তাক্ত স্মৃতি
সরে যায় সারিবদ্ধ ভাবে, 
কাঁপা কাঁপা আর অনচ্ছ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন