পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

যুগান্তর মিত্র

সন্ধ্যামালতী
…………………




এক-একটা সন্ধ্যা যেন
বিবিধভারতীর গানের আসর।
ভালোবাসা ছুঁয়ে যায় সুরে।
কখনো বিষাদরঙ মুছে দেয় আলো,
গলিপথে একা বাঁশি বাজে।

#              #                #               #

আবার কখনো দেখি মুহূর্তের ঢেউ।
একটি চটুল গানে ভেসে উঠছে খলসে মাছ,
দু-একটা জিওল
লাফ দিয়ে হাওয়া টেনে নেয়।

#              #               #               #

এক-একটা সন্ধ্যা তবু
ভাষ্যহীন যন্ত্রণার কথকতা শোনায় একাকী।

#             #               #               #

সেই সন্ধ্যায় মালতী ফুল ফোটে
লতায় জড়ানো অন্ধকারে।



নোনাস্বাদ
………………


কোনো কোনো পালক আমাকে অম্ল স্বাদ বুঝিয়ে দেয়।
যেভাবে এক-একজন মানুষ আমাকে কাছে টানে,
অথবা দূরে ঠেলে।
এই টানা আর ঠেলার মধ্যে
কৌণিক দূরত্ব আছে জানি।
তবু তার স্বাদ ঠিক একইরকমের নোনা।

#         #            #                #

বিশ্বাস করো মেঘের আড়াল,
দূর আর কাছের কোনো
পার্থক্য বুঝি না আজকাল


ছাইভস্মের সনেট


আজন্ম বিশ্বাস দোলে নিষিদ্ধ উঠোনে,
থইথই জলে ভাসে নিজস্ব নির্মাণ।
কেউ কি দেখেছ তাকে ? শব্দজাল বুনে
একা একা হেঁটে যায় অনিদ্রা-বাগান।
শিশ্নচিহ্ন এঁকে রাখে গোপন অক্ষরে,
আর থাকে যাবতীয় হিসাবনিকাশ।
এইসব জমা থাকে ঝুলির ভেতরে,
দিনান্তে জন্মায় তাতে বুনো লতাঘাস। 

লতাজন্ম আঁকড়ে ধরে মুহূর্তপ্রতিমা,
ভাঙাচোরা সেতু লেখে ব্যথার মান্দাস।
যন্ত্রণার স্বরলিপি ধারাগান গায়,
সুরে সুরে বেজে ওঠে কালো দীর্ঘশ্বাস।

সেসব বৃত্তান্ত যেই লিখে রাখতে যাই,
পিছু ফিরে চেয়ে দেখি ছাইভস্মছাই…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন