তুমি তো জলের মতো
তুমি তো জলের মতো
তোমার সন্দিগ্ধ স্রোতে নামতে ইচ্ছা হয়
এতদিন তীরে তীরে তীর্থ খুঁজে ফিরি
তীর্থে তুমি নেই
শুধু গাছেরা ঝরায় পাতা
উন্মুখ আকাশ চেয়ে থাকে জলে
তুমি তো জলের মতো বহমান স্রোতে
যুগতরী ভাসিয়ে নিয়ে যাও
কারা সব তরীতে যায় ? আমি শুধু ভ্রম
সুদূরের নীরব মরীচিকা
উড়ন্ত ছায়ার ভাষা আমাকে ভেজায়
অথবা ভেজায় না যদিও
কিছুটা প্রলাপ পাই , কিছুটা কুয়াশা
হাওয়া বয়ে যায় দেখি, হাওয়ায় হাওয়ায় গূঢ় পরকীয়া....
তুমি তো জলের মতো
তোমার সন্দিগ্ধ স্রোতে নামতে ইচ্ছা হয়
এতদিন তীরে তীরে তীর্থ খুঁজে ফিরি
তীর্থে তুমি নেই
শুধু গাছেরা ঝরায় পাতা
উন্মুখ আকাশ চেয়ে থাকে জলে
তুমি তো জলের মতো বহমান স্রোতে
যুগতরী ভাসিয়ে নিয়ে যাও
কারা সব তরীতে যায় ? আমি শুধু ভ্রম
সুদূরের নীরব মরীচিকা
উড়ন্ত ছায়ার ভাষা আমাকে ভেজায়
অথবা ভেজায় না যদিও
কিছুটা প্রলাপ পাই , কিছুটা কুয়াশা
হাওয়া বয়ে যায় দেখি, হাওয়ায় হাওয়ায় গূঢ় পরকীয়া....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন