পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

সুমন কুণ্ডু

   ১। 
 ' নীরবতায় ' 

একদম নীরব হয়ে গেলে ভেবো
আরও নিবিড়ভাবে ভালবাসছি ।
তখন পাশ ঘেঁষে বোসো চুপটি করে
নীরবতা আরও বাড়লে 
শুনো , ব্যক্তিগত কিছু -
শুনো , বুকের আওয়াজ কত সহজে শোনা যায়
শত চিৎকারেও যা শুনতে পাওনি তুমি ...!

               ২। 
 ' একটি চিঠি যা করতে পারে '

অনেকদিন হল আমার ডাকবাক্স শূন্য 
কোন চিঠি আসে নি , 
অনেকদিন হয়ে গেলে ভেতরটা খুব আনচান হয় 
নিভে আসা প্রদীপের মতন !

একটা চিঠি কী করতে পারে ? 
সারাদিন এমন প্রশ্নের মুখোমুখি উত্তর খুঁজতে 
পুরনো চিঠি নিয়ে উবু হয়ে বসি, দেখি উঠোনে তুই - 
শান্তির তুলসীমঞ্চ, পাশে প্রিয় শিউলির ঘ্রাণ !

হাতে নিয়ে বসলে মনে হয় 
পাশেই আছিস আমার হাতটা ধরে শক্ত করে , 
তুই তো জাদু জানিস 
তোর প্রজাপতি অক্ষর , ফুলে ফুলে ঘোরে !

অবসেশন আলেয়ার মতো মনে হলে আমার জ্বর হয় 
মুক্তি'ও তো তোর কাছেই , 
অনেক ভালবাসলে অভিমান আসে 
অনেক অভিমান আসলেও ভালবাসতে হয় নিশ্চয়ই ...! 

            ৩।
 ' কেউ পায় না কখনো '

তেমন কিছু নয় কিছুটা সরে গেছি শুধু 
তোমার অভিযোগের থেকে
তোমার থেকে নই , 
এখন কেউ কাউকে কোন ডিস্টার্ব করি না 
শুধু চোখে চোখ পড়ে গেলে 
পুড়তে থাকি ভেতর ভেতর দুজনেই !

আঁচ ওঠে ধোঁয়ায় 
আমার থেকে - তোমার থেকে , 
মনের তাপ বাড়লে 
কার কী ভুল ঝাপসা হয়ে আসে  
বিষণ্ণ দুটি চোখে !

শুধু বুকের কাছে যে অস্থিরতা থাকে 
কতটা গভীরতা 
কতটা ওজন তার- জানো ? 
একেকটা আশীর্বাদের মতো করে ভেবে দেখো  
কেউ পায় , কেউ পায় না কখনো ...! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন