পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

রুনা দত্ত

প্রেমের ফরিয়াদ

ধ্রুপদী মূর্ছনায় অভিমান ভরে রাখি
ইথার তরঙ্গে ভেসে আসে কান্নার সুর
ফেরার নেই কোন আন্তরিক অভিপ্রায় 
 তবু কিসের এই জোয়ারভাটা 
 কিসের এই বানভাসি।

ক্ষতগুলো লুকিয়ে রেখে মাধ্যাকর্ষণে
 স্থিরতা আনার প্রয়াস 
 তাও তো প্রায় মনের কাছে জমা রাখা
 মেঘমল্লার নূপুরের দাগ,
 আঙুলের ঋণ ঘন স্পর্শ নিঃশব্দে ছুঁয়ে যায়
 যান্ত্রিক যন্ত্রণা,বিমূর্ত ক্ষতঞ্চল।

 হাতের মুঠোয় কবেকার কিছু কথা কিছু
 শুকনো  ফুল
 কে যেন শেষবার ভালোবাসি বলেছিল
 রেশটুকুই আজ বিরাগচিহ্ন
 নাহলে কবেই তো ভাগ হয়ে গেছে....
 মধ্যবর্তী আকাশ আর বৃষ্টির কয়েকফোঁটা। 
    
এর থেকে বেশী আর রাখা নেই ঝরা 
পাতার কবিতায়
প্রেম সামান্য যা ছিল তা আজ বুদবুদের মত
 মহাশূন্যে ভাসমান
 আলোর মতো শুধু ঘিরে থাকে....
 কিছু দেহজ ঘ্রাণ আর প্রেমের ফরিয়াদ।

       রুনা দত্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন