পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ৩০ জুন, ২০১৮

সুমন কুণ্ডু

 ১ - 

' মধ্যরাতে '

মসৃণ পিচ দেখে
আপনি হাসবেনই তো, হাসুন
চতুর্থ দিনে
কিছু বিবৃতি আপনাকেও ভেঙে দিতে পারে
আপনার ভালোবাসা, বিশ্বাস যা কিছু
একটু ভরসা পেলেই মানুষ কত জোরে জোরে হাসে
তারপর সেই সেতু ধরে হাঁটতে হাঁটতে
সেতু পার করতে না পেরে
লুকিয়ে লুকিয়ে কাঁদে !

      ২- 
      ' কবি '

ভাষার ভেতর ঘুরপাক খেতে খেতে লেখা কিছুতেই আসছে না
বিছানায় মশারি টাঙানো
শুয়ে শুয়ে ফুরাচ্ছে না রাত
অন্য কোন স্রোতের ভেতর
এপাশ ওপাশ করে দিক বদলে
একটা জাল শব্দ ধরার
অথচ জালের থেকে বেরিয়ে যাচ্ছে কেউ
অন্ধকার গলে
দেরি হয়ে যাচ্ছে জেনেও
ঘুম আসে না, শুধু পিছলে যাওয়া শব্দটি
জাপটে ধরবে বলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন