শ্রাবণ কিছু দিয়ে যায়.../
------------------------------ ----------------------------
মেঘলা আঁধারে জ্বলে ওঠে
------------------------------
মেঘলা আঁধারে জ্বলে ওঠে
টিপটিপ স্মৃতির জোনাকি...
শ্রাবণ পরতে জমে থাকা গোপন কান্নায়
ভেজা জানলা খোলা ধুধু নিঃসঙ্গতা ;
ভেজা জানলা খোলা ধুধু নিঃসঙ্গতা ;
আমি চেয়ে দেখি পাহাড়িয়া মেঘ নতজানু হয়
গগনচুম্বী শৃঙ্গের অহংকার আস্ফালনে
সোহাগী মেঘের আলিঙ্গন , ভালোবাসা খোঁজে ;
সোহাগী মেঘের আলিঙ্গন , ভালোবাসা খোঁজে ;
বিষণ্ণ হাওয়ায় ওড়ে মনখারাপের খবর
করপুটে জমা করি ফোঁটা ফোঁটা মেঘজল
বৃষ্টি ছুঁয়ে যায় অভিমানী ঠোঁট , চোখের পাতা
বৃষ্টি ছুঁয়ে যায় অভিমানী ঠোঁট , চোখের পাতা
একঘর শ্রাবণসন্ধ্যা ফিরিয়ে দেয় আমার
আরশিনগরের পড়শী সুবাস মুহূর্তগুলি...
আরশিনগরের পড়শী সুবাস মুহূর্তগুলি...
স্পর্শমেদুর সেই নিবিড় ;
অনুভবে , তুই আজও বর্ষার একমুঠো তাজা বকুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন