পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

ঝুমা চৌধুরী


প্রেমের ইতিকথা

যেখানে অবহেলা খোদাই করে আকাশ,সেখানেই খুঁটেখুঁটে পুরনো হয়ে যাওয়া আবেগ খোঁজে নদী

একে তো আষাঢ়!বারবার ভিজিয়ে দেয় আঁচল চাপা হৃদয় , নাভি ছুঁয়ে কদম চোঁয়া জল যখন সঙ্গম চায় ,প্রেমিক তখন তার নাম দেয় যৌনতা

অথচ শুধু একটা চুমুই তো  চেয়েছিলো জল চুপ চুপে পায়ের পাতা ,দেখতে চেয়েছিলো কতোটা ঝুঁকতে পারে ও দেশের অত্যাচারী রাজা একটা ছেঁড়াখোড়া শরীরের ফ্যাকাসে মন কে স্বীকৃতি দেবার তাগিদে

কিন্তু সব সংযম হারিয়ে শুধুমাত্র মৎস্য কন্যার আঁশটে শরীরী গন্ধেই মুগ্ধতা রাখলো এ কোন সন্ন্যাসী!!
.
.
উপসংহারে এসে ,
একদিন সব বিশ্বামিত্রের ধ্যান ভাঙে
তারপর রক্তস্রোতের আগুন নিভিয়ে মেনকাকে গর্ভবতী করে আবার ধ্যানমগ্ন হয় তারা

               #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন