সাইক্লিক : নন্-সাইক্লিক
------------------------------ -----------------------------
১
ক্রমশঃ শীতপাতায় প্রকাশিত হচ্ছে
তোমার জানু ~ আমার খড় < আর >
সিলমোহরযোগ || ৩য় কঙ্কালের খাম ||
দরপত্র হেঁকে যায় ~ ফেরিওয়ালা-চোখ
২
মাঝপথ বরাবর ~ আলুথালু বেশ
এসেছে ঘনো বাউলের মতো মৃত্যুর কাঁকন
ইদানীং অভিযোগ ~ কেবলমাত্র অভিষেক রাত
এই মোহময় অভিযোজন < পরাবৃত্তীয় স্যাটেলাইট >
৩
আপাতমান : আয়না ঢাকা জল
বুকের আড়াল ~ ত্রিকোণমিতি জলফড়িং
তুমি : কখনো < শান্ত / অশান্ত > বাঁকাচোরা ঢেউ
তুলাযন্ত্রে চাঁদ-আঘাত।বৃষ্টি-বর্ষা মোহ [সাংকেতিক]
৪
যতোটা বরফ জমছে ~ ততোটুকুই সূর্যঘড়ি
মাপমতো : মস্তিষ্ক।ঘিলু।ফসফরাস।উচ্চতা
সিঁড়িভাঙা বিবর্তন ~ সিলিং আকাশ < উত্তাপ >
ঘোরালো স্বপ্নঘোর।জীবিত জিরাফ্ ছাপ : আগ্নেয়
৫
মনে পড়ছে ~ শেষবার তোমার অবশিষ্ট
চোষকে লুকিয়ে রেখেছি নাম।অতিবর্ণের গাঢ়তায়
বেগুনী আলোর বিভ্রম < দৃষ্টিহীন ব্যাসার্ধ >
দরজার আড়ালে শীত || একেকটা ঝুলন্ত সিলিং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন