পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

আলো বসু


বৃষ্টির রূপরেখা 
_______________ 

শহর যখন শ্রাবণ ধন্য 
ধূমায়িত কাপে , কবিতা পাতায় . . . . . . 
ওদিকে তখন গ্রাম ভেসে গেল , 
কে জানে কখন , কোন দরিয়ায় ? 

এখানে বৃষ্টি , মেঘেদের দল 
বাদলে মাদলে জলকেলি করে 
প্লাবন-স্তব্ধ ওখানে জীবন 
ভিটে মাটি সহ ভাসে চরাচরে 

শাসন মানেনি জলপথ আজ , 
সীমার বাইরে 
সে বাড়িয়েছে  পা !
নিজেও ভেঙেছে , ভেঙে দিয়ে গেছে 
কত জীবনের আঁকা সীমারেখা  l 

পরম যত্নে নিকোনো উঠোনে 
 জীবনের হাত ছিন্ন-ভিন্ন  , 
পশু ও মানুষ একই সংগমে , 
ঢেউ লিখে যায় যাপনচিহ্ন  l 

শহরে আজকে ভেজা ভেজা খেলা 
শ্রাবণী -মেঘের আড্ডাখানায় , 
ওদিকে শ্রাবণী ,  মেঘ বুকে নিয়ে , 
সঙ্গে জীবন , লঙ্গরখানা l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন