পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

আকাশ সৎপতি

পুনরাবৃত্তি 


আমাদের পুনরাবৃত্তির দিন আর নেই 
বিগ্রহ তো অবলীলায় ভেসে যাবে অশ্রুধারা জলে 
মেঠো ঘ্রাণের গন্ধ পেয়ে পরিচর্যার , সিঞ্চন কার্যের দায় তো আমাদের 
বাহুল্যতা তো কেবলই উপলক্ষ্য মাত্র 
এই নদী , নালা , প্রান্তর , তুমি তো কালের ন্যায় 
বিচ্ছেদ অবশ্যম্ভাবী জেনেও 
মানুষ তো আজও মঙ্গল কামনা করে 
কেবল সময়কে উপেক্ষা করবে বলে 


যতটা এগোনো যায় 
আকাশ সৎপতি 

এই প্রস্তরকার্যে আমাদেরই প্রত্নতত্ত্বের ছাপ 
এই একলা শহরের অজানা লোকেশনে 
আজও কেউ সান্ত্বনার কথা বলে 
বলে প্রকৃতির চরিত্র বদল হবেই 
তা বদলাবে কালের ললাট লিখনেই 
শুধু এ পথ চলা ... চলতেই থাকা 
মানে ঐ কয়েকটা ভাঙাচোরা শব্দকে নিয়ে 
যতটা এগোনো যায় আর কি 
এই আঁধারের মাঝে যতটা আলো পাওয়া গেলে 
মানুষ আরও দু-পা এগোনোর কথা ভাবে 
ঠিক ততটা .... ঠিক ওইটুকু 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন