এলানো চুল
সবুজ হারিয়ে যাচ্ছে তবু তোমার মাথার এক ঢাল কালো চুল এলিয়ে পড়েছে
তাতে সুগন্ধি লক্ষ্মীবিলাস মেখেছো তুমি,
নরম বালিশ চেপে তোমার প্যাটারা খুঁজতে খুঁজতে
একগুচ্ছ ব্রায়ের গন্ধ
সবুজের অভাব নেই--তোমার চুলের সোহাগে
না হলেও তুমি, তুমি তো নারী
গন্ধ পাই, সিথানের কাঠি নিয়ে যদি জেগে ওঠো তুমি
ব্যর্থতায় পড়ে থাকতে পারি না আমি। আঙুলের ফাঁক জিরজির কেঁপে উঠতেই পারে
এখনও একটি ড্যামীর মাপ নিয়ে আছড়ে পড়ি তোমার এলানো চুলে !
অপ্সরা
কোন এক কল্পলোক
চেরিফলের বাগানে মন হারানোর কথা ছিল
ননীচোরার স্বপ্ন বারবার খান খান হয়ে যায়
উঠে বসে সে--অনিদ্রার ক্যাপসুল মুখে দিয়ে
দেখে সে তার পাশেই শুয়ে আছে
এক অপ্সরা
ব্যাস, ঘুমে ঢলে পড়ে সে।
রেলপথ
রেল পথের পাশেই তোমার বাড়ি
ট্রেনের জানলা দিয়ে উঁকি দেয় যাত্রীমুখ
তুমি চেনো না তাদের, তবু যেন একটা মানুষ
তোমায় খুঁজে ফিরছি
যে প্রান্তেই তুমি থাকো না কেন জেনো আছে কেউ, কেউ তো আছে
যে ভবিতব্য থেকে তুলে আনছে বর্তমান
অচিন চিন হয়ে যাচ্ছে, ভালোবাসার মাঝে কোন দেশান্তর নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন