১)
নিজস্ব /
------------------------------ -----------
দুপুরের একটা ঝিম ধরা নেশা আছে ;
সারদিনের কল্পনারা সময়ের রোদ পোহায়
ইচ্ছের বয়ামে...
নিজস্ব /
------------------------------
দুপুরের একটা ঝিম ধরা নেশা আছে ;
সারদিনের কল্পনারা সময়ের রোদ পোহায়
ইচ্ছের বয়ামে...
সুতো ছাড়ি বেফিকির হয়ে
পেটকাটি বগ্গারা নীল ছুঁয়ে ভিজে যায়
মেঘভাঙা জলে ;
পেটকাটি বগ্গারা নীল ছুঁয়ে ভিজে যায়
মেঘভাঙা জলে ;
ভেজা ডানা উড়ে চলে ;
বাঁচিয়ে রাখা মাঞ্জায় বাজি ধরে দুঃসাহসী
কাটাকুটি খেলা....
বাঁচিয়ে রাখা মাঞ্জায় বাজি ধরে দুঃসাহসী
কাটাকুটি খেলা....
দূরে জামরুল পাতায় জড়োসড়ো হয় রোদ
আমি ধীরে ধীরে গুটিয়ে ফেলি
ছায়ার মাদুর----
,
২)
ছায়াময় বিষণ্ণতা / শ্রীলেখা মুখার্জ্জী
---------------------—————
প্রাক-বৈশাখের নিঃসঙ্গ সন্ধ্যাটি
আজানের সুরে নিজেকে মেলে ধরে
দক্ষিণের জানলায়---
আমি ধীরে ধীরে গুটিয়ে ফেলি
ছায়ার মাদুর----
,
২)
ছায়াময় বিষণ্ণতা / শ্রীলেখা মুখার্জ্জী
---------------------—————
প্রাক-বৈশাখের নিঃসঙ্গ সন্ধ্যাটি
আজানের সুরে নিজেকে মেলে ধরে
দক্ষিণের জানলায়---
প্রাপ্তির ছায়াগুলি দীর্ঘতর হতে হতে
মহাশূণ্যের পথে হারিয়ে যায়
আকাশের কুরুশ কাঁটায় জামরঙা কাব্যের বুনোট
আরও ঘন হয়
মহাশূণ্যের পথে হারিয়ে যায়
আকাশের কুরুশ কাঁটায় জামরঙা কাব্যের বুনোট
আরও ঘন হয়
রাতপাখিদের ডানায় ক্রমনিশ্ছিদ্র আঁধারে
একাকীত্বের সমুদ্রে ঢেউ ওঠে
একাকীত্বের সমুদ্রে ঢেউ ওঠে
বিচ্ছিন্নতার নিজস্ব ব-দ্বীপটি অগত্যা
এবড়ো খেবড়ো শেকড়েই নোঙর বাঁধে
কেবলমাত্র বাঁচার তাগিদে---
'
৩)
রবিবার--শ্রীলেখা মুখার্জ্জী
------------------------------ -------
ভোর জানে আজকে রয়ে সয়ে আনবে সকাল
প্রলম্বিত আস্ত একটি দিন ;
এবড়ো খেবড়ো শেকড়েই নোঙর বাঁধে
কেবলমাত্র বাঁচার তাগিদে---
'
৩)
রবিবার--শ্রীলেখা মুখার্জ্জী
------------------------------
ভোর জানে আজকে রয়ে সয়ে আনবে সকাল
প্রলম্বিত আস্ত একটি দিন ;
রবিবার মাখামাখি সকালের আলো
পোষা বেড়ালছানাটির মতো
পায়ে পায়ে ঘোরে আমার.....
পোষা বেড়ালছানাটির মতো
পায়ে পায়ে ঘোরে আমার.....
সাবানফেনা-ডুবন্ত স্নানে চুলেদের শ্যাম্পু
মাথা থেকে ঝরে পড়া টুপটাপ জলের কুচি
আলসেমিতে ছুটি পোহায়,
মাথা থেকে ঝরে পড়া টুপটাপ জলের কুচি
আলসেমিতে ছুটি পোহায়,
শরীরে জড়ানো আটপৌরে শাড়ীটিও
আজ ফুরফুরে মেজাজে অবসাদ মেলে দেয়
ছাদের পাঁচিলের খটখটে রোদ্দুরে ;
আজ ফুরফুরে মেজাজে অবসাদ মেলে দেয়
ছাদের পাঁচিলের খটখটে রোদ্দুরে ;
সুমনের 'এক কাপ চায়ে তোমাকে চাই'
সারাবেলা সুর ভাঁজে সিডি প্লেয়ার,
গেরস্থালীর অন্দরমহলে মজলিশি রঙ
রবিবারের একান্ত খুশবু---
সারাবেলা সুর ভাঁজে সিডি প্লেয়ার,
গেরস্থালীর অন্দরমহলে মজলিশি রঙ
রবিবারের একান্ত খুশবু---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন