আলোস্থপতি
আরেকবার নিরলস এগিয়ে যেতে গেলে সামনে পড়ছে বাঁক
এবার সিদ্ধান্ত নেবার সময়-
আরো এগিয়ে যাবে সকলের মত
নাকি পিছনে হেঁটে যাবে দরজাকে পক্ষপাতদুষ্ট ভেবে?
এবার সিদ্ধান্ত নেবার সময়-
আরো এগিয়ে যাবে সকলের মত
নাকি পিছনে হেঁটে যাবে দরজাকে পক্ষপাতদুষ্ট ভেবে?
আমি নির্ভরতায় আছি, আমি ধর্মেও আছি
এখন সেলুনের সমস্ত পর্দায় মুছে রেখেছি বিভ্রান্তির ঘাম
বরং সকলের অজান্তেই আরেকটু পিছিয়ে যাও
প্রতিটা বাঁক আর আয়নায় ছত্রভঙ্গ করো জটলা
যতটা মিলিয়ে গেছো, ততটা শূন্যতার দখল নিচ্ছে মরুঝড়...
এখন সেলুনের সমস্ত পর্দায় মুছে রেখেছি বিভ্রান্তির ঘাম
বরং সকলের অজান্তেই আরেকটু পিছিয়ে যাও
প্রতিটা বাঁক আর আয়নায় ছত্রভঙ্গ করো জটলা
যতটা মিলিয়ে গেছো, ততটা শূন্যতার দখল নিচ্ছে মরুঝড়...
এবার সিদ্ধান্ত নেবার সময়-
নিঃশব্দে আরো শুষে নেবে লন্ঠনের নীল কেরোসিন
নাকি ক্রমশ পিছিয়ে গিয়ে আলোস্থপতির চোখে ধুয়ে দেবে কুয়াশার ছাপ...
নিঃশব্দে আরো শুষে নেবে লন্ঠনের নীল কেরোসিন
নাকি ক্রমশ পিছিয়ে গিয়ে আলোস্থপতির চোখে ধুয়ে দেবে কুয়াশার ছাপ...
নাম: কৌশিক চক্রবর্ত্তী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন