পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

সুমন কুণ্ডু

' দূরবীন, তারাখসা ও একটি নস্টালজিয়া ' 

ছোটবেলায় বাবার কাছে আবদার করে মেলা থেকে একটা দূরবীন কিনেছিলাম, প্রতিদিন পড়াশোনার পর ছাদে মাদুর পেতে বসে আকাশের দিকে তাকিয়ে দূরবীনটা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখতাম, অচেনা তারার একটা নাম দিতাম আর বইতে এসে খুঁজতাম । কয়েকদিন পর পর কিছু তারা হারিয়ে যেত, আবার ফিরে আসতো নিজ অবস্থানে কিছুদিন পর ! কখনও চোখে পড়ে যেত তারাখসা-- একটা উজ্জল আলোর ফুলকি তারার বুক থেকে ছুটে বেরিয়ে এসে কোথায় ভ্যানিশ হয়ে যেত ! 

মা বলতো, তারারা এভাবে স্থান পরিবর্তন করে । তারাখসা দেখলে নাকি সাত টি ফুল, সাত টি ফল আর সাতজন মুনি-ঋষির নাম উচ্চারণ করতে হয় মনে মনে ! আমিও করতাম । আচ্ছা, এভাবে তারাদের বুক থেকে একটুকরো বেরিয়ে আসলে- ওদের কী কষ্ট হত না ... বলো ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন