#বাঙালির বিনোদন
।। নন্দীবাড়ির বার্ষিক বিনোদনের দিনে ।।
নন্দীবাড়ির তিন শরিকই আজ বেজায় মেতে উঠেছেন । আজই বার্ষিক বিনোদনের আয়োজন করা হয়েছে যে । সকালে লক্কা পায়রা ওড়ানো দিয়ে শুরু হবে অনুষ্ঠান । তারপর বুলবুলির লড়াই । দুপুরে ঘুড়ির লড়াই । বিকেলে মোরগ লড়াই দিয়ে এই বছরের মতো বিনোদন সমাপ্ত হবে । এবারের মোরগ লড়াইয়ে বিশেষ পুরস্কারের বন্দোবস্ত করা হয়েছে । যে-শরিকের মোরগ লড়াইয়ে জিতবে সেই শরিকই দখল নেবেন এই বাড়ির সবচেয়ে বড় ঘরখানা যেটা আপাতত তিন শরিকের মা, পরিবারের সবচেয়ে প্রবীণা শরৎশশীর দখলে রয়েছে ।
শরৎশশীর তিন সন্তানই মেতে উঠেছেন বাৎসরিক বিনোদন নিয়ে । তিন শরিকই জোরদার তালিম দিচ্ছেন যে-যার পায়রা, বুলবুলি এবং মোরগকে । ঘুড়ির তালিমে অসুবিধা আছে বলে কেউ উৎসাহ দেখাচ্ছেন না । ঘুড়ির তালিম নিতে গেলে সুতোর মাঞ্জা এবং মারপ্যাঁচ জানাজানি হবার ভয় আছে না ?
বৃদ্ধা শরৎশশী তাঁর প্রিয় নাতি, ছোট শরিকের সন্তান, দেবঙ্করকে আড়ালে ডেকে এনে কাঁদোকাঁদো গলায় শুধোলেন – ও নাতি, আমাকে কি আজই ঘরছাড়া হতে হবে ?
দেবঙ্করকে মুখ টিপে হেসে চলে যেতে দেখে শরৎশশী চিন্তিত মনে শেষবারের মতো এই ঘরের আসবাবপত্রগুলোয় হাত বুলোতে বসলেন । আগামীকাল কোথায় ঠাই পাবেন জানেন না ।
বার্ষিক বিনোদ শুরু হতে লক্কা পায়রা ওড়ানোর বাজি জিতে নিলেন বড় শরিক তেজেন্দ্রনারায়ণ । পরবর্তি বুলবুলির লড়াই জিতে নিলেন ছোটো শরিক রথীন্দ্রনারায়ণের । ঘুড়ির লড়াই জিতে নিলেন মেজো শরিক জ্ঞানেন্দ্রনারায়ণের । বাকী রইলো মোরগ লড়াই । তিন শরিকই উত্তেজনায় ছটফট করছেন । তাঁদের গিন্নীদের চোখেমুখেও উৎকণ্ঠার ছাপ ফুটে উঠেছে । প্রত্যেরই অন্তরে একটাই বাসনা । শাশুড়িমায়ের ঘরখানা যেন তাঁরই দখলে আসে । সেইমতো যে–যার স্বামীকে শাসিয়েও রেখেছেন যেনতেন প্রকারেণ শেষ লড়াই জিতে নিতে হবে । নচেৎ সংসারের কুটোটিও নেড়ে দেখবেন না তাঁরা ।
অন্তিম অনুষ্ঠানের সময় দেখা গেল তিন শরিকেরই লড়াকু মোরগ খুঁজে পাওয়া যাচ্ছে না ! সকলেই চিরুনিতাল্লাসি চালাচ্ছেন নিজের নিজের এলাকায় । এমন সময় নাতি দেবশঙ্কর চুপিচুপি এসে শরৎশশীর কানে কানে বলে গেল – বড়দের বিনোদন শেষ হতে চলেছে ঠাম্মা । আমাকেও একটা ব্যবস্থা নিতে হলো ছোটদের বিনোদনের জন্য । আজ রাত্রে আমরা ছোটোরা মিলে রেঁধে খাবো মুরগির মাংস । হি হি হি ।
শুনে শরৎশশী কপালে জোড় হাত ঠেকালেন ঈশ্বরকে উদ্দেশ্য করে । (২৯৯ শব্দ)
০২ জানুয়ারি, ২০১৯
‘বেলাভূমি’ ; হালিশহর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন