১) অবসর
বারমাস্যার খোপে খোপে
যত্ন করে সাজিয়ে নিয়েছি ব্যস্ততা
কখনও তার নাম দিয়েছি পরিস্থিতি, কখনও বা কাজ।
তোমার মুখের ছবি আজও ভেসে বেড়ায় অবসরে -
ব্যস্ত মুহূর্তগুলো বেঁচে একখন্ড নিরুপদ্রব নিশ্চিন্ত
অবসর ছুঁতে চাওয়ার চেষ্টাই বুঝি আলেয়া।
২) অবিরাম
ঢেউ অবিরাম, আবার সময়ও
ঢেউ অল্প থেমে আসা-যাওয়ার মাঝে
মেপে দেয় প্রশ্বাসের সময়...
সময় থামে না, থামতে দেয় না।
প্রতি পলে বয়স বাড়ে তার,
বুঝে নেয় প্রতি মুহূর্তের হিসাব!
নিত্য সমস্যার যাতায়াত হোক ঢেউয়ের মত,
সময়ের মত নয়।
৩) ঢেউ
সাগরপাড়ে আছড়ে পড়ে ঢেউ প্রবল উচ্ছ্বাসে,
ঢেউ কি জানে সে কেবল ডাকহরকরা?
শান্ত নীলকান্ত বুকের ঝিনুক-বার্তা বয়ে আনা -
আর নগর-সভ্যতার মালিন্য মুছে নিয়ে যাওয়া জলধিগর্ভে - এই তার যাপন।
উচ্ছাসের স্থায়িত্ব কাচ-ভাঙা শব্দের মতই ক্ষণিকের।
শুভ্র জলকণার ফেনিল মেঘ হয়ে লাফিয়ে ওঠার পরেরটুকুই মিলিয়ে যাওয়া এক লহমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন