চারিদিকে শুধু শীত শীত ভাব ৷ কুয়াশা ঘেরা সকালে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে মনে পড়ে তোমার কথা ।শীতের পরশ প্রথম যখন গায়ে মাখি তখন মনে পড়ে তোমার কথা ৷জানলায় গাছের শিশিরের দিকে যখন তাকাই তখন মনে পড়ে তোমার চুলের জলের কথা ৷কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে মনে পড়ে তোমার গায়ের গন্ধের কথা ।ঠোঁটের কোণে লিপবাম লাগাতে লাগাতে মনে পড়ে তোমার প্রথম চুম্বনের কথা ...
ইদানিং সবকিছুতেই শুধু তোমাকে মনে পড়ে ...
হে পরম পৌষ
আলিঙ্গন করো সারা শরীর
মেতে উঠুক পরম উষ্ণতা
ধুলো মেখে থাকে অতৃপ্ত চাহিদা
আরো আরো কাছে এসো
জড়িয়ে ধরো হাতখানি
চোখে চোখ কথা হোক
পশম ছড়িয়ে দিক উর্বর স্তনে
আজ না হয় এটুকুই ...
- না ! সৃজনকে ভুললে আপনাদের কোন মতেই চলবে না ৷দেখতে দেখতে "সৃজন ". চার বছর অতিক্রান্ত হতে চলল ৷আপনাদের ভালবাসা, আপনাদের চাহিদায় সৃজন আজ এতটা পথ হেঁটে এসেছে ৷ আরো অনেকটা পথ হাঁটা বাকি ।তার জন্য চাই আপনাদের আরো আরো বেশি ভালোবাসা আরো বেশি দায়বদ্ধতা ৷" সৃজন " আপনাদের কাছের হয়ে উঠুক ৷ইংরেজি নতুন বর্ষ আপনাদের ভালোবাসা ছড়িয়ে দিক এই কামনা করি ৷
পারমিতা চক্রবর্ত্তী
সম্পাদক
আমাদের লেখা পাঠান এই আইডিতে srijanblog10@gmail.com
ছোট্ট, মিষ্টি সম্পাদকীয়। খুব সুন্দর, পারমিতা। পাঠাবো লেখা অবশ্যই পাঠাব। আমিও চাই সৃজন একদিন ব্লকজিনের সাথে সাথে ছাপা অক্ষরেও বেরোক।
উত্তরমুছুনতন্বী সম্পাদকীয় তে পদ্যখানা যেন একটা আভরণ। অসাধারণ
উত্তরমুছুনসঞ্জীব