পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৫ মে, ২০২০

জয়ীতা ব্যানার্জী


দূর পাল্লার ট্রেন
----------------------


(১)

স্টেশন চত্তরের আকাশ এখন ঘন কালো অপরিস্কার টালি-র উপর সকালের কদম ঝরে ছড়িয়ে রয়েছে। প্লাটফর্মের ওদিকটায় এক ঝাঁক জারুলে ফুটফুটে রঙ ধরছে সবে। ট্রেন
আসবার ঘোষণা,লাইনের কাছে একটু ঝুঁকে
দেখে নেওয়া লাল বাতি

তোমার আসার কথা না জেনেই বেরিয়ে পড়েছি

আর ঝেঁপে বৃষ্টি নামলো চারপাশে


(২)

জল,দুই,তিন,চার...
অন্ধকার দুলে দুলে পড়ছে জানালা
তার শীতল ধাতব স্বর যেন কবেকার বিস্মৃত
ছেঁড়া বিকেলের রূপকথা শোনাতে এসেছে
ফিরে গ্যাছে

বৃষ্টিবিহীন রাতে
অদূরে মেঘের ডাক,আলোর ফুলকি

শেষ ট্রেন ক্রসিং পেরলো

অথচ যে যায় তাকে যেতে দেওয়া অনুচিত বলে
এ শহরে কতবার অসময়ে আষাঢ় নেমেছে


(৩)

ভেতরে এক ঝিঁঝিঁ ডাকা মাঠ
নিজেকে গুনছি - আলো,দুই,তিন,তারা,চাঁদ

সন্ধ্যার আজানে সিলভিয়া' শুনেছ কখনও
কাঁটা দেওয়া প্রতিটি শ্বাসের পর থেমে যান পাঠিকা আমার
দূর থেকে মোরামের পথে কার লন্ঠন দুলে দুলে ওঠে

মাধবী বোঁটায় রাত। শেষ স্তবকের আগে ঝরে যাবে
ফিরে যাই। শেকল আলগা তুলে রাখি
পৌঁছতে বুঝি ভোর? দূরভাষে,কবিতার কাছে

--------------

১১টি মন্তব্য:

  1. আহা দুর্দান্ত ! বড় মায়াময় ! সব গুলো

    উত্তরমুছুন
  2. অসামান্য তিনটি লেখা পড়ার সৌভাগ্য হল

    -শাশ্বতী সান্যাল

    উত্তরমুছুন