পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৬ আগস্ট, ২০২০

রঞ্জনা বসু


কবিতা -- মা


শিউলি শিশিরে আগমনী গানে 
হাসি, আলো নিয়ে উমা আসে ঘরে 
খুশির দোলায় দোলা ।
আঁধার মাটিতে উৎসব দ্বারে 
প্রাণের প্রদীপ জ্বালা ।

জন্মদাত্রী মা যে আমার 
আলপনা আঁকে সুখে, 
দুই মায়ের ই মুখটি দেখি 
নয়ন দুটি মেলে ।

স্নেহের আঁচলে মুখ রেখে দেখি 
জড়িয়ে রয়েছে মা, 
আঘাত পেয়ে কাতর হলেই 
আগলে রেখেছে মা ।

শব্দে , স্পর্শে, চুলের গন্ধে 
ছড়িয়ে রয়েছে মা, 
ভালোবাসার একটি সিঁড়ি 
সামনে ধরেছে মা ।

এগিয়ে যাচ্ছি ধাপে ধাপে 
যখন আকাশ ছুঁতে, 
মাটির ওপর বসে মা যে 
পথ টি চেয়ে আছে ।

দেখতে পাইনি সব 
ব্যস্ত আমি , সময় দিচ্ছি সবাইকে 
মায়ের জন্য সময় বড়ো কম
মা, তখন ঠাকুর ঘরে বসে 
প্রার্থনা করে বাছাদের ভাল হোক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন