পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৬ মে, ২০২১

রূপম দেব

                                                   



এই সপ্তাহের কবি রূপম দেব ।  জন্ম ১৭ই জানুয়ারি,  ১৯৮১ চট্টগ্রাম,  বাংলাদেশ !  পড়াশুনা ইংরেজি সাহিত্যে বি. এ (অনার্স) এম.এ।  পেশায় ম্যানেজার মার্চেন্ডাইজ ! 


তোমাকে 

দ্যাখা আর 
না দ্যাখার মাঝেই 
নৈকট্যের সাঁকো আঁকা !  

প্রযত্নে; 
নিগুঢ় সন্তরণ 
তোমার ঠিকানায় ! জল্পনায় উড়ে 
হাওয়া হরিৎ সুখ আনন্দ আল্পনায় !

তবুও 
জলরঙা 
ঢেউয়ে ভাসে 
বিশীর্ণ বোধ ; কেউ 
বলে এ অভিমান; বুক পোড়া আক্ষেপ ! 

হয় 
যদি সান্ত্বনা !  
দিনভর রাতভর ! মিহি অভিমান !

1) বোধ  // রূপম দেব

অদৃশ্য যা কিছুই 
পার্থিব চোখে অক্ষরবন্ধী হয় না ; 
যেমন তুমি যেমন আমি ! 

বিবাগী পলেস্তরায় 
জমে কত উদাসী শিশির  ! টুপটাপ ! 
পলে পলে পাঁজরময় নীরব জলতরঙ্গ ! 

বুকের উঠোনে স্তব্ধ
প্রণয় কুহক বহুসহস্রাব্দ ; পর্ণমোচী 
বিরহ প্রসারিত দূরত্বে আঁকে ম্রিয়মান জলছাপ !  

তবুও পান্ডুলিপি 
ভরে উঠে রোজ রাত রোজ দিন শব্দময় 
সম্ভারে নিঝুম সন্তরণ । 

২) সন্তরণ  //রূপম দেব

বাতাসে হুইসেল 
চাপা ফিসফাস ! কত ট্রেন আসে, 
ট্রেন যায় ! তবু নিত্য অপেক্ষা ! এই বুঝি কড়া নড়ে ! 
 
ঝিম ধরা দুপুর 
সম্বিতহীন ; সুনশান-নিস্তব্ধ আলেয়া ! 
দুচোখে চোরা স্রোত ! দৃষ্টি আনত ক্লান্ত দীঘি জলে ! 

পাঁজরে বেপরোয়া অসুখ ! 
চিনচিন ব্যাথা বেসামাল চাবুক ! তুমি বুঝলে 
না ! চেনা ঠিকানায় এখন কি আর চিঠি পৌঁছে না ?

তবে কি বাড়ী 
বদল না মন ! ঠিক বুঝি না !  
মন কেমনের দিন- রাত্রি ভীষণ কালো ; সূর্য উঠে না  ! 

৩) মন কেমনের দিনরাত্রি  // রূপম দেব


চেনা স্বর ; নিঃস্বর
ঘোরলাগা সময় ; চুপচাপ ঈশ্বর !! 

কোন্ সুর ; পায়ে নূপুর 
বাজে কার; ঝিম ধরা লাটিম দুপুর !! 

স্পর্শে নয় অনুভবে 
কে আছো, দাও সাড়া মিহি দূরত্বে !!

তবু মায়া ; জলঘুম চোখে 
ভাসে চন্দ্রভূক রাত বিরহী সাজে !! 

শার্সিতে জলছাপ 
কায়াহীন ছায়া ; আরক্ত অভিশাপ !! 

৪) মায়া নূপুর   // রূপম দেব


দ্যাখতে চাও ? 
কী তুমুল তোলপাড় 
বুকের ভিতর ! 

গোপন সুনামী
অহর্নিশ আগুন রঙা ছাই ; 
পোড়া ক্ষত ! 

তবে খনন 
করো ! নির্দ্বিধায় ! নিমগ্ন 
শানিত শাবলে ! 

শর্তহীন 
গভীরতায় ! মহেঞ্জোদারো ! 
নিঃশঙ্ক পাঁজরে ! 

৫) নিঃশঙ্ক পাঁজরে  // রূপম দেব

তোমার বরফ 
কঠিন মৌনতায় অনন্ত 
দহন; বৈরী বিষাদ !  পুড়ে যাই ! 

আকাশ জুড়ে 
ছাই রঙা মেঘ, বিষন্ন 
বিকেল কাজল আঁকা; শুধু ডেকে যায়  ! 

রূদ্ধশ্বাস অপেক্ষা 
বুকে নিরাভরণ শূন্যতা ; জলঘুম 
চোখে স্মৃতিঘোর ক্যানভাস ; নিঝুম সন্তরণ  ! 

৬) বরফ কঠিন মৌনতা  // রূপম দেব


বিষন্ন সিঁড়ি;
দু'পাশেই রেলিং ; 
মোজাইক করা নিরাপত্তা ! 
দেয়ালে বিন্যাস্ত পোট্রেট, যাপিত দীর্ঘশ্বাস ! 
শেষতম ধাপেই নিরুত্তাপ দাঁড়িয়ে তোমার অবহেলা ; 

দামী টাইলসে 
মোড়ানো শুরু থেকে 
শেষ ! পারফিউমে ঢাকা রোজ 
শেষ রাতের যন্ত্রণা ! কেউ জানলো না ঠিক 
কী লেখা ছিল চিরকুটে ধোঁয়াটে অক্ষরে ! নিঃস্বর;

বরফ কঠিন 
মৌনতায় ! সম্পর্কের এক 
অবয়ব ছিল জানি!  ওতে প্রাণ ছিলো না..!

৭) নিষ্প্রাণ   // রূপম দেব 


চৈতালী 
হাওয়ায় বিষ; 
কানে কানে ফিসফিস - 
ফিরে যাও, ঘরে ফিরে যাও !! 

পথে পথে 
মৃত্যুর কলরব; 
নৃত্যে দোলে লাশের 
পাহাড়;  সুনামি উচ্ছ্বাস । 

প্রকাশ্য 
দিবালোকে 
কুকুরের আর্তনাদ -
মানুষ, ঘরে ফিরে যাও ।। 

৮) মানুষ, ঘরে ফিরে যাও //রূপম দেব

অধরা ক'ফোটা 
বিষ মেখো তোমার জলজ 
অধরে ; নির্বেদ প্রহরে জ্যন্তবিরহে ! 

এ আমার 
শেষ অনুরোধ  ; বিষে 
আমি নীল হবো সঘন চুম্বনে ! 

অতঃপর ; 
অমৃত মন্থন শেষে 
দীর্ঘ ছুটিতে যাবো মেঘের ওপারে !! 

৯) ক'ফোটা বিষ  // রূপম দেব


ক্যানভাসে যত রঙ
তার চেয়ে বেশী রঙ এ হাতের তুলিতে! 

তুমি ছোঁও আমাকে.. 
পলকে বৃষ্টি নামুক নিশ্চুপ দুপুরে ! 

এসে দাঁড়াও 
বুকের পোড়া আঙিনায় ;
করি নির্মান পূর্ণতায় 
পলে পলে তোমায় নিভৃত সাধনায় ! 

এ পোড়া হাত ক্ষত বিক্ষত.. 
তবুও রঙ আছে ঢের আঙুলের মিহি স্পর্শে ! 

১০) ক্যানভাস //রূপম দেব 

স্তব্ধ হৃদয় ! 
বরফ কঠিন জমাট বিষাদ !  
একাকিত্বে ডুবে যায় রোজ ইথারীয় রাত !

নিগূঢ় অপেক্ষা   
ঘেঁষে দাঁড়ায় সঘন দীর্ঘশ্বাস ! লক্ষ্যহীন 
আঁকিবুঁকি ; ঊষর ক্যানভাস জুড়ে মৌন মৌতাত !  

নিপাট নিঃসঙ্গতা ;
হাওয়ায় লিখি কত কী নির্বেদ শূন্যতা! 
মেসেঞ্জারে চোখ সবুজাভ জলছাপ ; তুমুল আক্ষেপ ! 
১১) মেসেঞ্জার  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন