পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

রবিবার, ২০ জুন, ২০২১

শর্মিলা ঘোষ

 


গুচ্ছ কবিতা

শিরোনাম-বৃষ্টির রিংটোন//শর্মিলা ঘোষ

মেঘের চিঠিতে ওলোটপালট হয়ে যায় ঋতু, আঙুল ছুঁয়ে অধোর ধারা,মন কেমনের গল্পে আমি সে ও সখা, আশমানী কবুতর

শার্সি ভিজে যাচ্ছে জলে,আবছা হচ্ছে অন্তর,
আলগোছে মুছে যাওয়া শরীর
পুরোনো মোবাইলের রিংটোন,
কার্ণিশে শেওলার পিচ্ছিল


বর্ষা নামলেই জলোচ্ছ্বাস
কফির কাপে তুফান, বাউল কথা ডিরেক্টরির পাতায়,
মনখুঁজে নেয় লিভিং রুমের গল্প,
কেউ আঁকছে জলছবি


জল মাপছে রাতের গভীরতা
স্বপ্নের বাইপাসে পেশমেকার
হাঁটুজলে ডুবে যাচ্ছে মন
অশরীরী বৃষ্টি তবু চলবে সারাজীবন,
তরঙ্গ জুড়ে প্রেমের অবগাহন

আষাঢ় শ্রাবণ দুলছে পেন্ডুলামের মতো,সময় ছুঁয়েছে মেঘ বালিকার মন
এবার বৃষ্টি রোমকূপের সেচন
অন্তমিলে মেঘ বাদলের আলাপন,
ট্রাফিক সিগন্যালে ভেজা ইচ্ছেরা দাঁড়িয়ে..........



1 টি মন্তব্য:

  1. এই বর্ষাকালীন মুহূর্তের উপলব্ধির চিত্রগুলি খুবই স্পর্শ করল। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন