পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ জুন, ২০২১

সম্বৃতা দাস রায়

                           



চেনা অচেনা বৃষ্টি

   

(   1)

শেষ বিকেলের আলোটুকু
ঢেলে ফিরে গেল সূর্য
আগামী ভোরে দেখা হবে না জেনেও
হাসি দোলে সূর্যমুখীর পাপড়িতে।
সাঁঝ নরম আঙুলে ছুঁয়ে
গল্প করে খুব।
মেঘ করেছে আজ
বৃষ্টিও  আসবে বলেছিল
মৃত্যু ,একটু অপেক্ষা কর।
ঝরে পড়ার আগে
সূর্যমুখী বৃষ্টি ফোঁটার
আদর চায়।

   (  2)

মোহরকুঞ্জে বিকেল চারটে
বলেছিলে   বেণীমাধব
এখন  পাঁচটা বেজে পাঁচ।
ফিরব এবার।
হঠাৎ  মেঘ ডাকল,
হাওয়ায় বর্ফিলি শিহরণ!
উপুড় ঝুপুড় বৃষ্টি নেমে
ভিজল বেনী ভিজল ঠোঁট।
ভিজিয়ে তুমুল  নিভিয়ে দিল
বুকের ক্ষত গভীর যত।
চন্দনবৃষ্টি সঙ্গে  নিয়ে
ফিরছি এবার।
আগুন জ্বললে
বৃষ্টিকেই ডাকব না হয়।
আর এস না
বেনীমাধব।

              
                          (3)
      
   ভাঙা আয়না গোপন চিঠির বাক্স
  শ্যাওলা ঢাকা  আলসেরা
   জেগে ওঠে  পড়ন্ত বিকেলে।
   উলকাঁটার গল্পে আসর জমায়
   শুক্লা দ্বাদশীর  চাঁদ।
   তুহিনা জবাকুসুমের কুহকী ডাকে
    ভেসে যাওয়া   কৃষ্ণমেঘ
   থমকে দাঁড়ায় ।
   কোথায় যেন যাবার ছিল
   ভুল হয়ে যায়।
  কিছু দুঃখ কিছু স্মৃতি 
  টুপটুপ  ঝরে  পড়ে বৃষ্টি হয়ে।

   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন