পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

সুনন্দ মন্ডল

                           


             স্বাধীনতা
             ‎    
             ‎
রক্তের প্রাচীর ভেদ করে 
স্বাধীনতার দাম।
বর্ণে বর্মে তোমাদের শৌর্য
ব্যস্ত জীবনে ঘাম।

নদী বয়ে যাওয়া সুরে 
আকাশের নীরবতা।
মেঘের গর্জন দিকে দিকে 
সবেতেই স্বাধীনতা। 

তোমার মনন জানে
অনভিপ্রেত কিছু জিজ্ঞাসা।
আশানুরূপ ফল পেয়ে
নেই আর কোনো হতাশা।

স্বাধীন ভারত, স্বপ্নেরও
লুকোচুরি খেলাঘর।
বীরত্বের কাহিনী ঠাসা
আত্মবলিদানের বাসর।
       

         রক্তের অক্ষর
         ‎    

সবুজ গায়ে বেঁধেছিলে পণ
জীবন সংগ্রামে ঝাঁপিয়ে।
কোনো কিছুর পরোয়া ছিলো না
নিজের জীবন নিয়ে।

দেশের সেবায় আয়োজিত
রাষ্ট্রব্যাপি মহাযজ্ঞ।
তোমরাই এলে বুক চিতিয়ে
বিজ্ঞ কিংবা অজ্ঞ।

রক্তের অক্ষরে দিলে প্রাণ
স্বাধীনতার নামে।
আজও স্মরণ করি তোমাদের
আত্মত্যাগের ধামে।
        

          শিরোধার্
          ‎   

অজস্র মৃত্যুপণ
বলিদান
সমর্পণ
দেশের কল্যাণে।

মহা সংগ্রাম
বিদ্রোহের পরিণাম
স্বাধীনতার ফুল
পতাকায় ত্রিবর্ণ চেতনা।

যুগের অবসান
বিপ্লবীদের আত্মত্যাগ
ক্ষমাসুন্দর
ভারত মায়ের কোলে শিরোধার্য।

চিত্রঋণ- জয়ীতা ব্যানার্জী 
       



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন